জনপ্রতিনিধিদের ‘সম্মানের’ বিষয়ে ডিসিদের সচেতন থাকতে বললেন পররাষ্ট্রমন্ত্রী

|

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

স্থানীয় প্রশাসন বা সরকারি অফিসে জনপ্রতিনিধিদের ‘সহযোগিতা’ ও ‘সম্মান’ পাওয়ার ব্যাপারে জেলা প্রশাসকদের আরও সচেতন হতে বললেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের শেষ দিনে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়ে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা বলেছেন, তাদেরকে স্থানীয় প্রশাসন বা অন্য সরকারি অফিস সে ধরনের সম্মান দেয় না। জনগণের ভোটে নির্বাচিতদের কিছু কমিটমেন্ট আছে, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হয় না। এসব বিষয় নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধির সঙ্গে সমন্বয় করে কাজ হয় না, এটা দুঃখজনক। জনপ্রতিনিধিদের এই অভিযোগের বিষয়ে আরও সচেতন হতে জেলা প্রশাসকদের বলা হয়েছে।

প্রবাসীদের পাসপোর্ট, জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও পুলিশ ক্লিয়ারেন্স পাওয়া ক্ষেত্রেও ভোগান্তির কথাও তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী। দেশের বিভিন্ন এলাকায় সামান্য বিষয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply