‘ইউক্রেনে যেকোনো সময় আগ্রাসন চালাতে পারে রাশিয়া’

|

ইউক্রেনে যেকোনো সময় আগ্রাসন চালাতে পারে রাশিয়া। এমন শঙ্কা খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। তবে এমন পদক্ষেপ নিলে মস্কোকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট।

হোয়াইট হাউজে নিয়মিত ব্রিফিংয়ে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন সীমান্তে ১ লাখের বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া। সবধরনের ভারি অস্ত্র মজুদও করেছে দেশটি। এর মধ্যে দূরপাল্লার কামান, ট্যাংক এবং অ্যাটাক হেলিকপ্টার থাকার প্রমাণও মিলেছে স্যাটেলাইটের ছবিতে। তবে আগ্রাসন চালালেও অঞ্চলটিতে থাকা ন্যাটো দেশগুলোর সাথে রাশিয়া পুরোদস্তুর যুদ্ধে জড়াতে চায় না বলেও মন্তব্যও করেন বাইডেন।

জো বাইডেন বলেন, কীভাবে আলোচনার মাধ্যমে সংকট সমাধান করা যায় সে চেষ্টা তারা বারবার করছেন। কিন্তু রাশিয়ার জন্য তাদের কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হয়েছে। তিনি বলেন, আমরা শঙ্কা করছি ইউক্রেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, সেখানে আগ্রাসন চালাতে পারে রাশিয়া। তবে সেটা হলে চরম পরিণতি ভোগ করতে হবে মস্কোকে।

এদিকে ইউক্রেন ইস্যুতে বৈঠক করেছে ফ্রান্স-কানাডা। রাশিয়ার বিরুদ্ধে যেকোনো ধরনের সামরিক পদক্ষেপ নিতে কানাডা প্রস্তুত বলে জানান দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

/এপব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply