তালেবানের গুলিতে ৩ পাকিস্তানি পুলিশ নিহত

|

ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সোমবার (১৭ জানুয়ারি) রাতজুড়ে পুলিশের ওপর হামলা চালিয়েছে পাক নিষিদ্ধ তালেবান। এতে গোলাগুলিতে তিন পুলিশ ও তিন হামলাকারী নিহত হয়েছে। দেশটির পুলিশ এবং পাক তালেবানের মুখপাত্র এই তথ্য জানিয়েছে।

আল আরাবিয়া নিউজের প্রতিবেদনে বলা হয়, সোমবার ভোরে পুলিশের ওপর প্রথম হামলার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ কর্মকর্তা ও দুই হামলাকারী নিহত হয়। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, খাইবার পাখতুনখোয়ার দির এবং উত্তর ওয়াজিরিস্তান জেলার আরেক হামলায় দুই পুলিশ নিহত হন।

আরও পড়ুন: পেটে ৩০টি সেলাই দিয়ে জঙ্গলে ফেরত পাঠানো হলো বিষধর গোখরাকে

টুইটারে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের মুখপাত্র মোহাম্মদ খুরাসানি এসব হামলার দায় স্বীকার করেন। তিনি বলেন, বাজুর জেলায় এক হামলায় তাদের এক যোদ্ধা নিহত হয়েছেন। পাক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ ইসলামাবাদে নিহত পুলিশ কর্মকর্তার জানাজায় অংশ নেন। তিনি বলেন, হামলায় নিহত দুই জঙ্গিকে শনাক্ত করা হয়েছে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply