উপজেলা পর্যায়ে ওএমএস কার্যক্রম শুরু

|

চাল ও আটার দাম বেড়ে যাওয়ায় উপজেলা পর্যায়ে খোলা বাজারে চাল ও আটা বিক্রি কার্যক্রম (ওএমএস) শুরু করেছে খাদ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) থেকে থেকে উপজেলা পর্যায়ে এক হাজার ৭৬০ ডিলারের মাধ্যমে এ কার্যক্রম চলছে।

বছরজুড় ৭৩০ জন ডিলারের মাধ্যমে এই কার্যক্রম চালু থাকলেও আজ থেকে উপজেলা পর্যায়ে তা ছড়িয়ে দেওয়া হয়। ওএমএসে প্রতি কেজি চালের দাম ৩০ টাকা ও আটার দাম ১৮ টাকা। একজন সর্বোচ্চ পাঁচ কেজি করে আটা ও চাল নিতে পারবেন।

খাদ্য অধিদফতর বলছে, চালের আমদানি খরচ ৩৬ থেকে ৩৭ টাকা হলেও ভর্তুকি মূল্যে সরকার তা বিক্রি করছে। এই কার্যক্রম যাতে সঠিকভাবে পরিচালিত হয়, সেজন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে, মন্ত্রণালয় ও অধিদফতরে গঠন করা হয়েছে মনিটরিং টিম।

উপজেলা পর্যায়ে চাল ও আটা কিনতে ক্রেতাদের আগ্রহী দেখা গেছে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply