খাদ্যমন্ত্রী করোনা পজেটিভ

|

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ফাইল ছবি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন খাদ্যমন্ত্রী ও নওগাঁ-১ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনের সাংসদ সাধন চন্দ্র মজুমদার। তবে তার শরীরে ভাইরাসের তেমন কোনো উপসর্গ নেই। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানা গেছে। মন্ত্রী এখন ঢাকায় সরকারি বাসায় অবস্থান করছেন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন এই বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার বিকেলে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের নমুনা পরীক্ষায় পজেটিভ আসে।

খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন বলেন, মঙ্গলবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন সাধন চন্দ্র মজুমদার। বুধবার বিকেলে তার রিপোর্ট পজেটিভ আসে। তবে মন্ত্রীর শরীরে করোনা উপসর্গের কোনো রকম লক্ষণই ছিল না। হেলিকপ্টারে যোগে বৃহস্পতিবার দুপুরে নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির অনুষ্ঠানে যোগ দেয়ার কথা ছিল তার। এজন্য সকল প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল।

খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন কামাল হোসেন বলেন, বর্তমানে খাদ্যমন্ত্রী সুস্থ আছেন। তিনি বাসায় আইসোলেশনে আছেন, সবার দোয়া চেয়েছেন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply