পাপ মোচনে মাইনাস ৫০ ডিগ্রি তাপমাত্রার পানিতে ডুব!

|

সংগৃহীত ছবি

মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফশীতল পানিতে ডুব দেয়ার মাধ্যমে উদযাপিত হলো ইপিফেনি অনুষ্ঠানের ঐতিহ্যবাহী রীতি। খবর দ্য মস্কো টাইমসের।

বুধবার (১৯ জানুয়ারি) রাশিয়ার বিভিন্ন শহরে এই রীতিটি পালিত হতে দেখা যায়। অর্থোডক্স খ্রিস্টানদের বিশ্বাস, বরফ পানিতে ডুব লাগানোর মাধ্যমে ধুয়েমুছে যাবে অতীতের পাপ। পরিশুদ্ধ হবে হৃদয়। ঈশ্বর ও ধর্মের প্রতিও বাড়বে বিশ্বাস।

উল্লেখ্য, বরাবরই আয়োজনটিতে যোগ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply