ত্রাণবাহী বিমান পৌঁছেছে টোঙ্গায়

|

সংগৃহীত ছবি

প্রথমবারের মতো ত্রাণবাহী একটি বিমান পৌঁছেছে সুনামিতে লণ্ডভণ্ড হয়ে যাওয়া দ্বীপ দেশ টোঙ্গায়। বুধবার (১৯ জানুয়ারি) এ তথ্য জানায় নিউজিল্যান্ড। দ্য গার্ডিয়ানের খবর।

টোঙ্গার প্রধান বিমানবন্দর থেকে আগ্নেয়গিরির ছাই পরিষ্কারের পর অবতরণ করে তাদের সামরিক বিমান। নিরাপদ পানি এবং খাবারসহ অস্থায়ী আবাস নির্মাণের তাবু, বৈদ্যুতিক জেনারেটর ও যোগাযোগ স্থাপনকারী সরঞ্জাম পাঠানো হয়। এছাড়া জাপান, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের আরও কয়েকটি বিমান এবং জাহাজ টোঙ্গার পথে রয়েছে। সেইসব জাহাজেও পাঠানো হচ্ছে জরুরি খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম। ফলে অগ্ন্যুৎপাত এবং সুনামির ৫ দিন পর সাময়িকভাবে চালু হয় বিকল্প উপায়ে ফোন লাইন। যোগাযোগ হয় দ্বীপের কর্মকর্তাদের সাথে।

ধারণা করা হচ্ছে, দ্রুতই দ্বীপের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যাবে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলটিতে গত শনিবারের (১৫ জানুয়ারি) ভয়াবহ সুনামি ও অগ্ন্যুৎপাতে তিন জন নিহতের খবর মিলেছে এখন পর্যন্ত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply