ব্রেন্টফোর্ডকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানইউ, নাটকীয় জয় টটেনহ্যামের

|

ছবি: সংগৃহীত

দুই ম্যাচ পর জয়ের দেখা পেলো ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রেন্টফোর্ডকে হারিয়েছে ৩-১ গোলে। অপর ম্যাচে শেষ মুহূর্তের নাটকীয়তায় লেস্টার সিটির বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে টটেনহ্যাম হটস্পার।

ঘরের মাঠে দাপুটে শুরু ছিল ব্রেন্টফোর্ডের। কিন্তু আক্রমণভাগের ব্যর্থতায় লিড নেয়া হয়নি দলটির। গোলশূন্য বিরতির পর ক্রসবারে প্রতিহত হয় ক্রিশ্চিয়ানো রোনালদোর হেড। তবে ৫৫ মিনিটে ডেডলক ভাঙ্গেন অ্যান্থনি ইয়েলাংয়ার। মিনিট সাতেকের মাথায় পাল্টা আক্রমণে ব্যবধান দ্বিগুণ করেন ম্যাসন গ্রিনউড।

৭৭ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন বদলি ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। শেষ দিকে আইভ্যান টনির গোলে ব্যবধান কমালেও পরাজয় এড়াতে পারেনি ব্রেন্টফোর্ড। এই জয়ে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে ম্যানইউ।

অপর ম্যাচে ঘরের মাঠে দারুণ শুরু পায় লেস্টার সিটি। জাম্বিয়ান ফরোয়ার্ড প্যাটসন ডাকার গোলে ম্যাচের ২৪ মিনিটেই লিড নেয় দলটি। প্রথমার্ধের শেষ দিকে হ্যারি কেইনের গোলে সমতায় ফেরে টটেনহ্যাম হটস্পার। বিরতির পর ম্যাচের ৭৬ মিনিটে জেমস মেডিসনের গোলে আবারও এগিয়ে যায় লেস্টার। তবে শেষ মুহূর্তের রোমাঞ্চে ম্যাচ জমিয়ে তোলেন ডাচ ফরোয়ার্ড স্টিভেন বারউইন। ইনজুরি সময়ের শেষ দুই মিনিটে পরপর তার দুই গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে টটেনহ্যাম। ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে স্পার্স।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply