বিশ্ব করোনায় আরও ৮ হাজারের বেশি মৃত্যু; শনাক্ত ৩৩ লাখের ওপর

|

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে বেড়েই চলেছে করোনার ভয়াবহতা। ২৪ ঘণ্টায় ৮ হাজার ৪শ’র কাছাকাছি মৃত্যু দেখলো বিশ্ব। এদিন প্রায় ৩৩ লাখ ১২ হাজার মানুষের দেহে শনাক্ত হয়েছে ভাইরাসটি।

দৈনিক সংক্রমণ আর প্রাণহানিতে এখনও শীর্ষে যুক্তরাষ্ট্র। বুধবার ১ হাজার সাড়ে ৯শ’ মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ৫ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ।

দৈনিক প্রাণহানিতে ২য় অবস্থানে রাশিয়া, মৃত্যু হয়েছে প্রায় ৭শ’ মানুষের। ফ্রান্সে একদিনে শনাক্ত হয়েছে ৪ লাখ ৩৬ হাজারের বেশি রোগী। ইতালিতে প্রায় ২ লাখ, স্পেনে দেড় লাখের বেশি, যুক্তরাজ্য আর জার্মানিতেও ১ লাখের বেশি শনাক্ত হয়েছে করোনা।

এদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলেও নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ২ লাখের বেশি। করোনা মহামারিতে মোট মৃত্যু হয়েছে ৫৫ লাখ ৮২ হাজারের বেশি মানুষের। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩৩ কোটি ৯০ লাখের ওপর।
আরও পড়ুন: যেকোনো সময় আক্রমণ করতে পারে রাশিয়া, শঙ্কায় ইউক্রেন
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply