যেকোনো সময় আক্রমণ করতে পারে রাশিয়া, শঙ্কায় ইউক্রেন

|

ইউক্রেন সীমান্তে আবারও সৈন্য সংখ্যা বাড়িয়েছে রাশিয়া।

সীমান্তে আবারও সৈন্য সংখ্যা বাড়িয়েছে রাশিয়া। এ পরিস্থিতিতে তারা যে কোনো সময় ইউক্রেন আক্রমণ করতে পারে বলে আশঙ্কা দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। খবর সিএনএনের।

বুধবার (১৯ জানুয়ারি) ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি গোপন সূত্র সিএনএনকে জানিয়েছে,রাশিয়া-ইউক্রেনের সীমান্তে এক লাখ ২৭ হাজার সৈন্য মোতায়েন করেছে। কয়েকদিন আগে সংখ্যাটি আরও কম ছিল। রাশিয়া সীমান্ত ঘেঁষে ফিল্ড হাসপাতাল, নিরাপত্তা চৌকি প্রভৃতি অবকাঠামো বানাচ্ছে। এছাড়াও, মজুদ করা হয়েছে বিপুল পরিমাণ গোলা বারুদ। যা সবই যুদ্ধের প্রস্তুতির অংশ।

ইউক্রেন সীমান্তে রাশিয়ার মিলিটারি বিল্ডআপ। (ছবি: সংগৃহীত)

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন ইস্যুতে চলমান উত্তেজনা নিরসনে ইতোমধ্যে তিন দফায় দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। কিন্তু গত সপ্তাহে রাশিয়া জানায়, আলোচনা ফলপ্রসূ হয়নি। এরপর থেকেই যুদ্ধের সম্ভাবনায় শঙ্কা প্রকাশ করেছে ইউক্রেন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply