ভোলায় জাটকা সংরক্ষণ অভিযানে ২ লক্ষ টাকা জরিমানা

|

মাসব্যাপী মৎস সম্পদ ধবংসকারী অবৈধ জাল নির্মূলকরণে ও জাটকা নিধন প্রতিরোধে বিশেষ কম্বিং অপারেশনের দ্বিতীয় ধাপের অংশ হিসেবে ভোলার জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা মৎস অফিস, উপজেলা মৎস অফিস, পুলিশ বাহিনী ও কোস্টগার্ড এর সমন্বয়ে জেলার বিভিন্ন মাছঘাট, মেঘনা ও তেতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করে।

এসময় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি), ৭টি মোবাইল কোর্ট ১৫টি মামলায় ‘মৎস রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০’ অনুযায়ী ৭৫ জনকে দুই লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযান পরিচালনাকালীন ৬৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ৪৩মন এর বেশি জাটকা ইলিশ মাছ ও ৪টি কাঠের নৌকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকা ইলিশ মাছ সরকারি শিশু পরিবার ও বিভিন্ন মাদ্রাসায় (এতিমখানা) বিতরণ করা হয় এবং অবৈধ জাল সমূহ পুড়িয়ে নষ্ট করা হয়।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply