করোনা রোগীরা কেন স্বাদ-গন্ধ পান না? কারণ জানালেন বিশেষজ্ঞরা

|

প্রতীকী ছবি।

বিশ্বব্যাপী ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। জ্বর, গলা-মাথা ব্যথা, কাশির পাশাপাশি করোনা রোগীদের মধ্যে একটা সাধারণ লক্ষণ হল স্বাদ-গন্ধ চলে যাওয়া। কিন্তু কেন এমনটা হয়? এবার সেই কারণ খুঁজে বের করলেন বিশেষজ্ঞরা।

ন্যাচার জেনেটিক্স নামে একটি বিজ্ঞান বিষয়ক জার্নালে প্রকাশিত খবরে কারণটি ব্যাখ্যা করেছেন বিশেষজ্ঞরা। করোনা রোগীদের স্বাদ-গন্ধ চলে যাওয়ার পিছনে যে জেনেটিক বিপদ অপেক্ষা করছে, তাও জানিয়েছেন বিশেষজ্ঞরা।

জানা গিয়েছে, নাকের ভিতরে ‘অলফ্যাক্টরি ইপিথেলিয়াম’ নামে একটা টিস্যু থাকে। সেই টিস্যুর ভিতরে থাকা কোষ কোনোভাবে সংক্রামিত হলে বা ক্ষতিগ্রস্থ হলে এর প্রভাব মানুষের ঘ্রাণশক্তির ওপর পড়তে পারে। তবে সবক্ষেত্রে যে এমনটা হবে, তা নয়।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, স্বাদ-গন্ধ হারিয়ে ফেলার যাওয়ার পিছনে মূলত দায়ী দুটি জিন, ইউজিটি২এ১ এবং ইউজিটি২এ২। যদিও কীভাবে সেটা হয়, তা এখনও জানা যায়নি।

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, পরীক্ষা থেকে পাওয়া এই ধারণা ডাক্তারদের আগামী দিনে যথেষ্ট সাহায্য করবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply