ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে লোকসানের মুখে রাজবাড়ীর টমেটো চাষীরা

|

ঘূর্ণিঝড় জাওয়াদের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে টমেটার উৎপাদন। সার, বীজ ও কীটনাশকের ব্যবহার বেড়েছে। এতে বাড়তি অর্থ খরচ করতে হচ্ছে রাজবাড়ীর কৃষকদের। টমেটোর গায়ে কালচে দাগ থাকায় পাইকারী বাজারে এখন দাম কিছুটা কম। নায্যমূল্য প্রাপ্তি নিয়ে শঙ্কায় পড়েছেন চাষীরা। তাদের দাবি বাজার শৃঙ্খলা ধরে রাখতে, সরকারের হস্তক্ষেপ প্রয়োজন।

সাধারণত রাজবাড়ী জেলার চর ও নিচু অঞ্চলের টমেটোর আবাদ বেশি হয়। বিঘা প্রতি জমিতে খরচ হয়, ২৫ থেকে ৩০ হাজার টাকা। বিঘায় দেড় থেকে দু’শ মন টমেটো বিক্রি করেন কৃষকরা। তবে এবার বৃষ্টিতে টমেটোর গায়ে ছোট ছোট কালচে দাগের পাশাপাশি পচন দেখা দিয়েছে। যার কারণে এখন দামও কম পাচ্ছেন তারা।

আরও পড়ুন: সংক্রমণ বাড়ায় ভোগান্তিতে নিম্নবিত্তরা, আবারও কাজ হারানোর শঙ্কা

এখানকার টমেটো ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে সরবরাহ করা হচ্ছে। কৃষি কর্মকর্তারা বলছেন, ঘূর্ণিঝড় জাওয়াদের বিরূপ প্রভাব পড়েছে। তবে কীটনাশক ব্যবহার করে তা কিছুটা পুষিয়ে নিতে পেরেছেন কৃষকরা। এবার ২২ হেক্টর জমিতে টমোটো আবাদের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে তা অর্জন হয়নি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply