‘বিতর্কিতদের কমিটিতে রাখা হবে না’, হল কমিটি প্রসঙ্গে ঢাবি ছাত্রলীগ

|

সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করতে দক্ষ ও আদর্শিক নেতৃত্ব বেছে নেয়া হবে এবারের হল সম্মেলনে। যাদের বিরুদ্ধে অনুপ্রবেশ, নারী নির্যাতন, মাদকাসক্তির অভিযোগ আছে এমন কাউকেই কমিটিতে রাখা হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শীর্ষ দুই নেতা সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় কমিটির বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন ঢাবি ছাত্রলীগের শীর্ষ দুই নেতা।

এ দুই নেতা জানান, কমিটির দেয়ার আগে প্রার্থীদের বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। এবার অনুপ্রবেশকারী নেতাদের বিষয়ে বাড়তি সতর্কতা নেয়া হচ্ছে। জাতীয় রাজনীতি, আগামী সংসদ নির্বাচন এবং ক্যাম্পাসের আন্দোলন সংগ্রামে দক্ষতা পরিচয় দিতে পারবে এমন নেতাদের হাতেই হলের দায়িত্ব দেয়া বলে জানান বিশ্ববিদ্যালয়ের সভাপতি-সাধারণ সম্পাদক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply