১৯ জানুয়ারি থেকে উচ্চ আদালতে বিচারকাজ চলবে ভার্চুয়ালি

|

ফাইল ছবি।

বুধবার (১৯ জানুয়ারি) থেকে সুপ্রীম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সকল বেঞ্চে বিচারকাজ চলবে ভার্চুয়ালি। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত ভিন্ন দুইটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এসব বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আদালক কতৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন ২০২০ এবং এ সংক্রান্ত জারি করা প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভার্চুয়ালি বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সকল বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

মঙ্গলবার সকালে আপিল বিভাগে বিচার কাজ শুরু হলে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ইঙ্গিত দিয়েছিলেন, দেশে করোনার তৃতীয় ঢেউয়ের প্রথম দিকেই আবারও ভার্চুয়ালি বিচারিক কার্যক্রম পরিচালনা করার বিষয়ে।

আরও পড়ুন: বিচারিক কার্যক্রম আবারও ভার্চুয়ালি পরিচালনার ইঙ্গিত দিলেন প্রধান বিচারপতি

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply