ফিফার বর্ষসেরা একাদশ, দেখে নিন কারা পেলেন জায়গা

|

ছবি: সংগৃহীত

ফিফা বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ৫ জন তারকা। তারা হলেন চেলসির এনগোলো কন্তে ও জর্জিনিয়ো, ম্যানচেস্টার সিটির কেভিন ডি-ব্রুইনা ও রুবেন দিয়াস; আর ম্যানচেস্টার ইউনাইটেডের ক্রিস্টিয়ানো রোনালদো।

২০২১ বর্ষসেরা একাদশে গোলপোস্ট সামলানোর দায়িত্ব পেয়েছেন ইতালির ইউরো জয়ের নায়ক জিয়ানলুইজি ডোনারামা। জায়গা হয়নি ফিফা বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার পাওয়া চেলসি গোলরক্ষক এদুয়ার্দো মেন্দির। তবে তার সতীর্থ এনগোলো কন্তে ও জর্জিনিয়ো আছেন ফিফার সেরা একাদশে। মিডফিল্ডে আছেন ম্যানচেস্টার সিটির তারকা প্লেমেকার কেভিন ডি ব্রুইনা।

এছাড়াও রক্ষণভাগ সামলানোর দায়িত্ব পেয়েছেন রিয়াল মাদ্রিদের ডেভিড আলাবা, ম্যানচেস্টার সিটির রুবেন দিয়াস ও য়্যুভেন্তাসের লিওনার্দো বোনুচ্চি।

গতবারের মতো ফিফার বর্ষসেরা একাদশের আক্রমণভাগে আছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি, পর্তুগীজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো, ফিফার বর্ষসেরা খেলোয়াড় রবার্ট লেভানদোভস্কি। এবার তাদের সাথে নতুন করে যোগ হয়েছেন নরয়েজিয়ান ও বরুশিয়া ডর্টমুন্ডের গোলমেশিন আর্লিং হাল্যান্ড।

আরও পড়ুন: মেসিকে টপকে বর্ষসেরা লেভানদোভস্কি


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply