অভিনেত্রী শিমু হত্যা: দায় স্বীকার স্বামী নোবেলের

|

ছবি: সংগৃহীত

চিত্র নায়িকা রাইমা ইসলাম শিমু হত্যার ঘটনায় আটক স্বামী সাখাওয়াত আলিম নোবেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে।

গতকাল রাতে গ্রীন রোডের বাসা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় মোট দু’জনকে আটক করেছে পুলিশ। শিমুকে যে গাড়িতে করে কেরাণীগঞ্জের আলীপুর ব্রিজের পাশে ফেলে যাওয়া হয়, সেই গাড়িও জব্দ করে থানায় রাখা হয়েছে।

সোমবার সকালের দিকে খবর পেয়ে কেরাণীগঞ্জ থেকে অভিনয়শিল্পী শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে এই অভিনয় শিল্পীর স্বামী নিখোঁজ মর্মে রোববার রাজধানীর কলাবাগান থানায় সাধারণ ডায়েরি করেন।

রাইমা ইসলামের বোন ফাতেমা জানান, রোববার বোনের খোঁজ না পেয়ে তারাও থানায় জিডি করেন। পরে পিবিআই মরদেহ উদ্ধারের বিষয়টি জানায়।
আরও পড়ুন: কেরাণীগঞ্জে বস্তাবন্দি কে এই চিত্রনায়িকা শিমু?
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply