বিচারিক কার্যক্রম আবারও ভার্চুয়ালি পরিচালনার ইঙ্গিত দিলেন প্রধান বিচারপতি

|

দেশে করোনার তৃতীয় ঢেউয়ের শুরুতেই আবারও ভার্চুয়ালি বিচারিক কার্যক্রম পরিচালনা করতে হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে আপিল বিভাগের কার্যক্রমের শুরুতেই প্রধান বিচারপতি এ কথা বলেন।

আপিল বিভাগের একজন আইনজীবী করোনায় শনাক্ত হওয়ার বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করলে হাসান ফয়েজ সিদ্দিকী এ কথা বলেন। প্রধান বিচারপতি এ সময় বলেন, যেভাবে করোনার সংক্রমণ বাড়ছে, তাতে ভার্চুয়ালি যেতে হবে। হাইকোর্ট বিভাগের ১৩ জন বিচারপতি করোনা আক্রান্ত। সুপ্রিম কোর্টের অনেক কর্মকর্তা, কর্মচারিও আক্রান্ত হয়েছেন। এদিকে বিচারিক আদালতের ৩৬ জন বিচারকও করোনায় আক্রান্ত হয়েছেন।

প্রধান বিচারপতি আরও বলেন, ভার্চুয়াল আদালতে মামলা কম নিষ্পত্তি হয় বিষয়টি এমন নয়। হয়তো আবারও ভার্চুয়ালি ফিরে যেতে হবে, বিষয়টি সিরিয়াসলি দেখছেন বলে মন্তব্য করেছেন তিনি।

এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ বলেন, অ্যাটর্নি জেনারেল, একজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও আইন কর্মকর্তাদের অনেকে করোনায় আক্রান্ত। এছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, এদিন দুপুর দেড়টায় করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান বিচারপতির সাথে দেখা করার কথা রয়েছে তার।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply