আরব আমিরাতে আরও হামলা চালানোর হুঁশিয়ারি হুতি বিদ্রোহীদের

|

ছবি: সংগৃহীত।

ভবিষ্যতে আরও বহু হামলার টার্গেট হবে সংযুক্ত আরব আমিরাত, এমন হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। সোমবার (১৭ জানুয়ারি) এই হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে এমন দাবি গোষ্ঠীটির।

সোমবার আবুধাবিতে হুতিদের একাধিক হামলায় বিমানবন্দরের খুব কাছেই বিস্ফোরিত হয় তিনটি তেলের ট্রাক। তিন জনের মৃত্যু হয় এবং আহত হন আরও ৬ জন। এতে সৌদি নেতৃত্বাধীন জোটের সাথে হুতিদের বিরোধ-উত্তেজনায় যুক্ত হলো নতুন মাত্রা।

ইয়েমেনের স্থানীয় বাহিনীগুলোকে সম্প্রতি অস্ত্র ও প্রশিক্ষণ দেয় জোটের অন্যতম সদস্য আরব আমিরাত। জ্বালানি সমৃদ্ধ সাবওয়া ও মারিব অঞ্চলে হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেয় এসব বাহিনী। আবুধাবিতে হুতিদের চালানো ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। উপযুক্ত জবাব দেয়ার হুঁশিয়ারিও দিয়েছে দেশটি।

এ নিয়ে হুতি মুখপাত্র কলোনেল ইয়াহিয়া সারিয়া বলেন, সফল সামরিক অভিযান চালিয়েছে আমাদের বাহিনী। দুবাই ও আবুধাবির বিমানবন্দর, তেল শোধনাগারে হামলা হয়েছে। ৫টি ব্যালিস্টিক মিসাইল ও একাধিক ড্রোন ব্যবহার করা হয়েছে। সামনে এ ধরনের আরও হামলার টার্গেট হতে হবে তাদের।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply