নৌকাডুবিতে মরক্কোর উপকূলে ৪৩ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

|

ছবি: সংগৃহীত।

মরক্কোর দক্ষিণাঞ্চলীয় তারফায়া উপকূলে অভিবাসী বোঝাই একটি নৌকাডুবিতে ৩ জন শিশুসহ মোট ৪৩ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু ঘটেছে। তবে তাদের মধ্যে এখন পর্যন্ত মাত্র দুইজনের মরদেহ উদ্ধার করা গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর এনডিটিভির।

সোমবার (১৭ জানুয়ারি) অভিবাসীদের অধিকার রক্ষায় কাজ করা স্প্যানিশ মানবাধিকার সংস্থা ক্যামিনাডো ফ্রন্টিরাস বিষয়টি নিশ্চিত করেছে। এ সময় ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও জানান এই সংস্থার মুখপাত্র।

সংবাদ সংস্থা এএফপি বলছে, রোববার স্থানীয় সময় ভোরে তারফায়া উপকূলে এসে নৌকাটি ডুবে যায়। এ সময় সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন ওই নৌকায় থাকা অভিবাসীরা। পরে তাদের অবস্থান চিহ্নিত করে প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর তাদের উদ্ধার করা হয়।

মানবাধিকার সংস্থা ক্যামিনাডো ফ্রন্টিরাস বলছে, অবৈধভাবে স্পেনে প্রবেশের চেষ্টা করতে গিয়ে ২০২১ সালেই নৌকাডুবির কবলে পড়ে প্রাণ গেছে চার হাজারেরও বেশি অভিবাসীর। ২০২০ সালের চেয়ে এ সংখ্যা প্রায় দ্বিগুণ। তাছাড়া, সাগরে ডুবে মারা যাওয়া এসব অভিবাসীদের বেশিরভাগেরই মরদেহও উদ্ধার করা সম্ভব হয় না।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply