দরকার হলে ইউটিউব বন্ধ করে দেন, সংসদে নাজিম উদ্দীন এমপি

|

সংসদে কথা বলছেন নাজিম উদ্দীন আহমেদ এমপি।

গুজব ও প্রোপাগান্ডা ঠেকাতে প্রয়োজনে ইউটিউব বন্ধ করে দেয়ার জন্য তথ্য মন্ত্রণালয়ের কাছে আবেদন জানিয়েছেন ময়মনসিংহ-৩ আসনের সংসদ সদস্য নাজিম উদ্দীন আহমেদ।

সোমবার (১৭ জানুয়ারি) সংসদের ১৬ তম (শীতকালীন) অধিবেশনে নাজিম উদ্দীন আহমেদ এমপি বলেন, আমি ইউটিউবে একটা বিষয় দেখে বেশ উদ্বিগ্ন অবস্থায় আছি। জানি না, বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে অবগত রয়েছে কিনা। ইউটিউবে কখনও দেখি, খালেদা জিয়া আজ মারা যাচ্ছেন তো আরেকদিন দেখি, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হচ্ছেন। আবার কখনও দেখা যায়, সেনাপ্রধানকে টেনে নামানো হচ্ছে। আমি জানতে চাই, তথ্য মন্ত্রণালয় এসব গুজব ও প্রোপাগান্ডাকে ঠেকাতে কী করছে।

নাজিম উদ্দীন আহমেদ আরও বলেন, এরকম চমৎকৃত খবর দেখে আমাদের চমকে যেতে হয়। গ্রামের মানুষ এসব দেখে ভাবে কী যেন কী হয়ে যাচ্ছে দেশে। আমি মনে করি, তথ্য মন্ত্রণালয়ের এসব বিষয়ে নজরদারি বাড়ানো উচিত। দরকার হলে ইউটিউব বন্ধ করে দেন। অপরাধীদের সাথে কোনো আপোষ নেই আমাদের।

আরও পড়ুন: ‘সচিবদের পিয়নরাও এমপিদের দাম দেন না’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply