নোয়াখালীতে বিজয়ী কাউন্সিলর প্রার্থীর বাড়িতে পরাজিত প্রার্থীর অনুসারীদের হামলা

|

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী পৌরসভা নির্বাচনে বিজয়ী এক কাউন্সিলর প্রার্থীর বাড়িতে হামলা-ভাঙচুর করার অভিযোগ উঠেছে পরাজিত কাউন্সিলর প্রার্থীর অনুসারীদের বিরুদ্ধে। এ হামলায় বিজয়ী কাউন্সিলর প্রার্থীর ভাইসহ ১০ জন আহত হয়েছেন।

রোববার (১৬ জানুয়ারি) রাত ৮টায় দিকে নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফখরুদ্দিন মাহমুদ ফখরুলের সোনাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- সাব্বির, রিয়াজ, হৃদয়, ইসমাইল, রাহিম, মিলন, শান্ত।

ভুুক্তভোগী ফখরুদ্দিন মাহমুদ ফখরুল অভিযোগ করে বলেন, আমি তৃতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছি। আজকে অনুষ্ঠিত নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিয়াজ উদ্দিন মিঠুকে ১ হাজার ৮০০ ভোটে পরাজিত করে কাউন্সিলর নির্বাচিত হই। রাত সাড়ে ৮টার দিকে এলাকাবাসী আমাকে ফুলের মালা দিতে আমার বাড়িতে আসে। ওই সময় পরাজিত প্রার্থীর সমর্থক ও তার সন্ত্রাসী বাহিনী আমার বাড়িতে হামলা চালিয়ে একটি পিকআপ, সাউন্ড বক্স ও দুটি দোকানে ভাঙচুর চালায়। এ হামলায় আমার ভাইসহ ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, নির্বাচনে পরাজয়ের জের ধরে পরাজিত কাউন্সিলর প্রার্থী ও তার অনুসারীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী কাউন্সিলর। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply