ফেসবুকে মানহানিকর পোস্ট, এক ব্যক্তির ৭ বছরের কারাদণ্ড

|

ছবি: সংগৃহীত।

রাজশাহী ব্যুরো:

ফেসবুকে মানহানিকর পোস্ট দেয়ায় জয়পুরহাটের মাহবুব আলম নামের এক ব্যক্তিকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালত।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে আদালতের বিচারক জিয়াউর রহমান কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানার এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালে মাহবুব আলম এলজিআরডি এর উপসহকারী প্রকৌশলী রেজাউন নবী মঞ্জুর বিরুদ্ধে মানহানিকর ও আপত্তিকর পোস্ট দেয়। পরে মঞ্জু বাদী হয়ে জয়পুরহাট থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ এর ২ ধারায় মামলা করেন।

আরও পড়ুন: কুমিল্লার ১১টি ইউনিয়নে বিনা ভোটে চেয়ারম্যান-মেম্বারদের জয়ী করার পাঁয়তারা

পুলিশ তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করেন। পরে আদালত তথ্য-উপাত্ত ও স্বাক্ষ্য গ্রহণ শেষে আজ রায় প্রদান করেন। রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply