জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দু’দিনের কর্মসূচি

|

ছবি: সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর কৃষক দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে ১৯ জানুয়ারি ভোরে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, সকাল ১১টায় শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা এবং বেলা ২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া ২০ জানুয়ারি বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন রয়েছে।

এ সময় রিজভী আহমেদ বলেন, গোটা দেশ আজ কারাগারে পরিণত হয়েছে। জাতির মুক্তির জন্য সরকারের পতন ঘটাতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply