ওমরাহ পালনে নতুন নির্দেশনা জারি সৌদি আরবে

|

ছবি: সংগৃহীত।

মুসল্লিদের ওমরাহ পালনের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনো মুসল্লি একাধিকবার ওমরাহ পালন করতে চান, সে ক্ষেত্রে প্রতিবার এর ব্যবধান হতে হবে ১০ দিন। খবর সৌদি গেজেট।

এ নিয়ে একটি বিবৃতিতে সৌদির সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ওমরাহ পালনের উদ্দেশ্যে ৩০ দিনের জন্য আসা মুসল্লিরা সবোর্চ্চ ৩টি ওমরাহ পালন করতে পারবেন। প্রতিবার ওমরাহ পালনের ক্ষেত্রে সময়ের ব্যবধান হবে ১০ দিন। নির্দিষ্ট ১০ দিনের সময় শেষে ইটমারানা বা তাওয়াক্কালনা অ্যাপ্লিকেশনের মাধ্যমে দ্বিতীয় ওমরার জন্য আবেদন করতে পারবেন।

করোনা সংক্রমণ বাড়ায় নতুন এ নির্দেশনা জারি করলো সৌদি আরব। এর আগে জারিকৃত নির্দেশনায় বলা হয়েছিল, ওমরাহ পালন করতে আসা মুসল্লিদের বয়স ১২ বা তার বেশি থাকতে হবে। সেই সাথে তাওয়াক্কালনা অ্যাপ্লিকেশনে টিকা গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে হবে। এই নির্দেশনা এখনও বহাল আছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply