এবার বিমানবন্দর থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো উত্তর কোরিয়া

|

ছবি: সংগৃহীত

এবার বিমানবন্দর থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। সোমবার সুনান বিমানবন্দর থেকে স্বল্প পাল্লার দুটি ব্যালেস্টিক মিসাইল ছোড়ে পিয়ংইয়ং।

এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। মার্কিন একাধিক নিষেধাজ্ঞা থাকার পরও এ নিয়ে চলতি মাসে চতুর্থ বারের মতো ক্ষেপণাস্ত্র ছুড়লো কিম জং উন প্রশাসন।

গেলো সপ্তাহে হাইপারসনিক মিসাইলের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এছাড়া গত বছরের সেপ্টেম্বরের পর দ্বিতীয় বারের মতো শুক্রবার ট্রেন থেকে দুটি ব্যালেস্টিক মিসাইল উৎক্ষেপণ করা হয়। দফায় দফায় নিজেদের সমুদ্রসীমার কাছে এমন মিসাইল উৎক্ষেপণে উদ্বেগ জানিয়েছে জাপান। আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য হুমকি বলেও মন্তব্য করে টোকিও। তবে পিয়ংইয়ং’র দাবি, নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে ক্ষেপণাস্ত্র কর্মসূচি বৃদ্ধি করা হচ্ছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply