পঞ্চগড়ে শীতের প্রকোপে বেড়েছে ঠান্ডাজনিত রোগ

|

পঞ্চগড়ে উত্তুরে শীত বাড়িয়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। ধারণক্ষমতায় কয়েকগুণ বেশি রোগী ভর্তি আছে জেলার আধুনিক সদর হাসপাতালে। শয্যা না পেয়ে বারান্দা ও মেঝেতেই চলছে চিকিৎসা। বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা চিকিৎসকদের।

দেশের সর্বউত্তরের জনপদ পঞ্চগড়। হিমালয়ের কাছাকাছি। তাই শীতের প্রকোপ সবসময় বেশি এখানে। কনকনে ঠান্ডার সাথে বইছে হিমেল হাওয়া। শীতের দাপটে জনজীবন যেমন বিপর্যস্ত তেমনি বেড়েছে রোগবালাই। এতে হাসপাতালগুলোতে রোগীদের চাপ। আক্রান্তদের বেশিরভাগ শিশু আর বৃদ্ধ। ওয়ার্ড, বহির্বিভাগ সবখানেই একই চিত্র।

১০০ শয্যার পঞ্চগড় সদর হাসপাতালে শিশুদের জন্য বরাদ্দ ১৬টি বেড। সেখানে প্রতিদিনই ভর্তি হচ্ছে কয়েকগুণ। বাড়ছে দুর্ভোগ। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সিরাজউদ্দৌলা পলিন, অন্যবছরের তুলনায় রোগী বেশি আসছে এবার। চেষ্টা চলছে সাধ্যমতো সেবা দেয়ার। ওষুধ নিয়েও সংকট নেই।

শিশুদের সুরক্ষায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply