মারা গেল ২৯টি শাবক জন্ম দেয়া সেই ‘সুপার মম’

|

ছবি: সংগৃহীত

মৃত্যু হলো এক ‘সুপার মমে’র। না, সে কোনো মানবী নয়। এক বাঘিনী। কিন্তু বনের বিপদে ভরা পরিবেশে একে একে ২৯টি শাবককে বড় করে তোলার অসাধ্যসাধন করে সে তার মাতৃত্বের জন্যই হয়ে উঠেছিল বিখ্যাত। অবশেষে মধ্যপ্রদেশের পেঞ্চ বাঘ অভয়ারণ্যে থেমে গেল বিখ্যাত কলারওয়ালির জীবন। ষোড়শী এই বাঘিনীর মৃত্যু সংবাদ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, ঠিক কী কারণে মারা গেল বাঘটি, তা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বয়সজনিত কারণেই এই মৃত্যু। গত কয়েকদিন ধরেই অসুখে ভুগছিল সে।

মুখ্য বন কর্মকর্তা জানিয়েছেন, নিয়ম মেনে ময়না তদন্ত করে দেখা হচ্ছে বাঘিনীটির। তারপরই সঠিক কারণ বলা সম্ভব হবে।

আরও পড়ুন: দলছুট বাছুরকে না খেয়ে মায়ের কাছে ফিরিয়ে দিলো সিংহী!

টি-১৫ নামে পরিচিত ছিল মধ্যপ্রদেশের এই বাঘিনী। কিন্তু সাধারণ মানুষ কলারওয়ালি নামেই চিনত তাকে। শুক্রবার (১৪ জানুয়ারি) শেষবার তাকে দেখা গিয়েছিল। নালার কাছে পানি খেতে এসেও রীতিমতো ধুঁকছিল সে। এমনকী সে শুয়েও পড়েছিল। এরপর তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু কোনো চিকিৎসাই কাজে আসেনি।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply