বেপরোয়া বাসে হাত হারানো কলেজছাত্রকে ক্ষতিপূরণ দিতে রুল

|

রাজধানীতে দুই বাসের গতি প্রতিযোগিতায় দুর্ঘটনার শিকার হয়ে এক হাত হারানো শিক্ষার্থী রাজীব হোসেনকে কেন এক কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার সকালে, বিচারপতি সালমা মাসউদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চে রিট আবেদনের প্রাথমিক শুনানিতে এই আদেশ দেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, সড়ক পরিবহন সচিব, পুলিশ প্রধান, ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্ট আটজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সাথে দুর্ঘটনার জন্য দায়ী স্বজন পরিবহন ও বিআরটিসি কেন আহতের চিকিৎসার দায়িত্ব নেবে না সেই বিষয়েও জানতে চাওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে স্বজন পরিবহন ও বিআরটিসি বাসের রেষারেষিতে শরীর থেকে ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায় শিক্ষার্থী রাজীব হোসেনের। আজ সকালে, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর যুক্ত করে রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply