করোনা বাধায় বিপিএলে আসতে পারে নতুন নিয়ম

|

ছবি: সংগৃহীত।

করোনা সঙ্কট বাড়লে শেষ পর্যন্ত বিদেশি ক্যাটাগরিতে ৩ ক্রিকেটার খেলানোর বাধ্যবাধকতা উঠিয়ে দিতে পারে বিপিএলের গভর্নিং কাউন্সিল। এমন তথ্য জানিয়েছেন বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

বিপিএলের প্লেয়িং কন্ডিশনের মধ্যে প্রতি ম্যাচে ৩ বিদেশি ক্রিকেটার খেলানোর বাধ্যবাধকতা রয়েছে। তবে করোনা পরিস্থিতিতে বিদেশি ক্রিকেটার পাওয়া নিয়ে নতুন সঙ্কট তৈরি হতে পারে। এর ম্যধ্যে ঘরোয়া ব্যস্ততায় আসছেন না অনেক লঙ্কান ক্রিকেটার। আর পিএসএলে ব্যস্ততায় পাকিস্তানি ক্রিকেটাররা আগে থেকেই আসছেন না। করোনার বিরুপ পরিস্থিতিতে কোয়ারেনটাইনসহ নানা জটিলতায় শেষ পর্যন্ত ৩ বিদেশি ক্রিকেটারের কোটা যদি পূরণ না হয়, তার বিকল্প ভাবনা আছে টেকনিক্যাল কমিটির।

বিপিএল টেকনিক্যাল কমিটির কনভেনার রকিবুল হাসান বলেন, প্রতি দলে তিনজন বিদেশি খেলাতে হবে এমন নিয়ম শিথিল করার পক্ষে আমি। বিপিএল গভর্নিং কাউন্সিলও বিষয়টি চিন্তা করতে পারে।

তবে এখনই ৩ বিদেশি ক্রিকেটার খেলানোর বাধ্যবাধকতা উঠিয়ে না দিলেও চিন্তিত গভর্নিং কাউন্সিল। বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, একান্তই টুর্নামেন্ট শুরুর পর সমস্যা দেখা দিলে তখন সিদ্ধান্ত নেব। তবে গভর্নিং কাউন্সিল একা সিদ্ধান্ত নিতে পারে না। বোর্ডের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে বিপিএলের এবারের আসরে থাকছে না ডিআরএস বা ডিসিশন রিভিউ সিস্টেম। করোনা পরিস্থিতি বড় কারণ হলেও একই সময়ে আয়োজিত পাকিস্তানি টুর্নামেন্ট পিএসএলে থাকছে ডিআরএস।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply