প্রথমবারের মতো দেশের এক উপজেলা সদরের সড়কে চার চাকার গাড়ি

|

ইউএনও এর জন্য বরাদ্দকৃত গাড়িটি নিয়ে যাওয়া হচ্ছে।

স্টাফ করেসপন্ডেন্ট, নেত্রকোনা:

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা সদরের সড়কে প্রথমবারের মতো চার চাকার গাড়ি চলেছে ১২ জানুয়ারি (বুধবার)। ওইদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্তমকর্তার জন্য বরাদ্দ দুইট গাড়ি উপজেলা সদরে পৌঁছালে তা সড়কে চলে।

এর আগ পর্যন্ত ওই উপজেলার সদরে চার চাকার কোনো গাড়ি চলেনি। গেল বছরেও তিনটি অটোরিকমা চলতো খালিয়াজুরী উপজেলার সদরে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লাল ও কালো রঙের দুইটি চার চাকার গাড়ি চলার দৃশ্য দেখতে রাস্তার দুইপাশে ভিড় জমিয়েছিলেন শতশত মানুষ। আর এ স্মৃতিকে ধরে রাখতে অনেকে গাড়ির পাশে দাঁড়িয়ে ছবিও তুলেছেন। ধনু নদের কারণে বিচ্ছিন্ন ছিল এই এলাকা। পানি পথেই যাতায়ত করতে হয় এই এলাকার বাসিন্দাদের।

ইঞ্জিনচালিত নৌকায় করে গাড়ি দুইটি নেয়া হয়।

ইঞ্জিনচালিত নৌকায় করে ধনু নদ পাড়ি দিয়েছে গাড়ি দুইটি। গাড়ি দুইটিতে করে পাঠানো হয়েছে কোভিড-১৯ এর টিকা।

খালিয়াজুরী সদরের রঞ্জিত সরকারের স্ত্রী আশা রাণী সরকার (৬৩) বলেন, জীবন কাটিয়ে দিয়েছি এত সুন্দর গাড়ি দেখিনি। কেউ অসুখে মারা গেলেও কোথাও নিয়ে যাওয়া যায় না। নদীর এ পাড়ে ধানের দাম দেড়শো থেকে দুইশো টাকা কম দামে বিক্রি করতে হয়। এ রকম গাড়ি আসলে আমরা ধানের ঠিক দাম পাইতাম।

গাড়ি পৌঁছানোর পর ফেরি বরাদ্দ দেয়া হয়েছে। খালিয়াজুরীর সন্তান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন এ তথ্য।

এমএন/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply