অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আগামীকাল মাঠে নামছে টাইগার যুবারা

|

ছবি: সংগৃহীত।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে কাল নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। টাইগার যুবারা খেলবে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিপক্ষে। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

সবশেষ ভারতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ জয়ের পর এশিয়া কাপের ফাইনালে হেরেছে টাইগার যুবারা। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও পাকিস্তানের বিপক্ষেও হেরেছে অনূর্ধ্ব-১৯ দল। তবে সবশেষ যুব বিশ্বকাপে খেলা দুই ক্রিকেটার আর অলারাউন্ডারদের মিশেলে ব্যালেন্সড দল বাংলাদেশ। প্রথমেই শক্ত প্রতিপক্ষ ইংল্যান্ড, তবে বাংলাদেশের আত্মবিশ্বাসের রসদ হতে পারে বর্তমান চ্যাম্পিয়নের তকমা।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এই আসরে প্রতিটি গ্রুপে চারটি করে দল খেলবে। ইংল্যান্ড ছাড়া বাংলাদেশের গ্রুপে অন্য দুটি দল হচ্ছে কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। ২০ জানুয়ারিতে কানাডার বিপক্ষে খেলবে টাইগার যুবারা। আর ২২ জানুয়ারি মাঠে নামবে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে।

আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন রাকিবুল হাসান। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় হওয়া আসরের চ্যাম্পিয়ন দলের সদস্যও ছিলেন রাকিবুল। গ্রুপে বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ ইংল্যান্ড।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply