দ্বিতীয় ইনিংসে বিপর্যয়ের পরও বড় লিডের পথে অস্ট্রেলিয়া

|

ছবি: সংগৃহীত।

চলমান অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩০৩ রানের জবাবে ১৮৮ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। তবে, দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছে অজিরা। ৩৭ রানেই হারিয়েছে ৩ উইকেট। যদিও ৭ উইকেট হাতে রেখে এরইমধ্যে লিড নিয়েছে ১৫২ রানের।

হোবার্টে আগের দিনের ৬ উইকেটে ২৪১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন অস্ট্রেলিয়ার দুই অপরাজিত ব্যাটার মিচেল স্টার্ক ও অ্যালেক্স ক্যারি। কিন্তু দলের খাতায় ৫ রান যোগ হতেই ফেরেন তিন রান করা স্টার্ক। ক্যারির ২৪ আর শেষ দিকে নাথান লায়ন ৩১ রান করলে তিনশো রানের গন্ডি পেরিয়ে অলআউট হয় অজিরা।

জবাবে ব্যাটিং করতে নেমে ২৯ রানেই দুই ওপেনার ররি বার্ন্স ও জ্যাক ক্রলিকে হারায় ইংল্যান্ড। থিতু হয়েও মালান ২৫ আর জো রুট ৩৪ রান করে ফিরলে ৮১ রানে চতুর্থ উইকেট হারায় ইংলিশরা। শেষদিকে ক্রিকস ওকস ৩৬ ও স্যাম বিলিংস ২৯ রান করলে ১৮৮ রানের পুঁজি পায় ইংলিশরা।

দিনের শেষদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমেই ইংলিশ বোলারদের তোপে পড়ে তারা। ৩৩ রানের মধ্যেই আউট হয়ে যান অজি টপঅর্ডারের তিন ব্যাটসম্যান।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply