ওমিক্রনের মধ্যেই পূণ্যার্থীদের ভিড়, সমালোচনায় ভারতের কট্টর হিন্দুত্ববাদী সরকার

|

হাজারো মানুষ জড়ো হয়েছেন উত্তর প্রদেশের গঙ্গা নদীর ধারে।

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের ধাক্কায় নাজেহাল ভারত। দেশজুড়ে সংক্রমণ রুখতে জারি হচ্ছে নানা বিধিনিষেধ। এরই মধ্যে উত্তর প্রদেশে ‘মাঘ মেলা’ উৎসব নিয়ে বিতর্ক চলছে ভারতজুড়ে। প্রয়াগরাজ শহরে গঙ্গাস্নানের উদ্দেশ্যে ভিড় জমিয়েছে হাজারো পূণ্যার্থী।

এই উৎসবে আগতদের বেশিরভাগের মধ্যেই নেই স্বাস্থ্যবিধি মানার প্রবণতা। এরইমধ্যে উৎসব স্থলে দায়িত্বে থাকা ৭৭ জন পুলিশ ও ১২ জন পরিচ্ছন্নতাকর্মী করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। আগামী ২ দিনে ভিড় আরও বাড়বে বলে জানায় আয়োজকরা।

গঙ্গার পানিতে গোসলের মধ্য দিয়ে পাপমোচন হয় বলে বিশ্বাস ভক্তদের। গত বছর উত্তরাখণ্ডের হরিদ্বারে একই ধরনের একটি ধর্মীয় উৎসবকে ঘিরে করোনা ছড়িয়েছিল লাখো মানুষের দেহে। এবার আগে থেকেই নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে রাজ্যটির সরকার। উত্তর প্রদেশেও আয়োজন বাতিলের আহ্বান জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। তবে তাতে কান দেয়নি রাজ্যের কট্টর হিন্দুত্ববাদী সরকার।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply