ইন্ডিপেন্ডেন্স কাপে চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোন

|

ইন্ডিপেন্ডেন্স কাপের ফাইনালে বিসিবি সাউথ জোনকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন।

শনিবার (১৫ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাউথ জোন আগে ব্যাট করে ১৬৪ রানের টার্গেট দেয় সেন্ট্রাল জোনকে। জবাবে ৪২.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সেন্ট্রাল জোন।

আগে ব্যাটিং করতে নেমে এনামুল বিজয় ও পিনাক ঘোষের ব্যাটে ভালো শুরু পায় সাউথ জোন। ভালো শুরুর ইঙ্গিত দিয়ে বিজয় ফিরলে প্রথম উইকেট হারায় সাউথ। ৬৪ রানে দ্বিতীয় সাফল্য পায় সেন্ট্রাল জোন। এবার পার্টটাইম পেসার সৌম্য সরকার ফেরান আরেক ওপেনার পিনাক ঘোষকে। এরপর শুরু হয় সাউদ ব্যাটারদের আসা যাওয়ার মিছিল। তৌহীদ হৃদয়, জাকির হোসেনসহ কেউই বড় স্কোর করতে না পারায় ১৬৩ রানে অলআউট হয় সাউথ জোন।

জবাবে ব্যাট করতে নেমে মিজানুর রহমানের ৩৯ রানে ভালো শুরু পায় সেন্ট্রাল জোন। সৌম্য সরকার ফেরেন ২১ রান করে। শেষ দিকে মোসাদ্দেক হোসেনের অপরাজিত ৩৩ আর আল আমিনের অপরাজিত ৫৩ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে সেন্ট্রাল জোন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply