দেশের উন্নয়নে চীনের বড় সহযোগিতা পাচ্ছে পাকিস্তান: পাক প্রেসিডেন্ট

|

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। ছবি: সংগৃহীত।

চীন নেতৃত্বাধীন অর্থনৈতিক করিডোরকে পাকিস্তানের উন্নয়নের অন্যতম বড় সহায়তা হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি।

গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য চীন-পাকিস্তান ইকোনমিক করিডোর (সিপিইসি) একটি অনন্য মডেল। আঞ্চলিক উন্নয়ন, শান্তি, স্থিতিশীলতা এবং সম্প্রীতি বজায় রাখতে এই অর্থনৈতিক উদ্যোগ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে পাকিস্তানের দারিদ্র্যতা দূর করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নেও এই করিডোর ভূমিকা রাখছে বলে জানান পাকিস্তানের প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট আরিফ আলভি আরও বলেন, পাকিস্তানে জ্বালানি সংকট রয়েছে। এর পাশাপাশি অবকাঠামো খাতেও বড় ধরনের দুর্বলতা আছে। এসব সংকট কাটিয়ে উঠতে বড় ভূমিকা রাখছে সিপিইসি। আমরা আশা করছি চীন আমাদের এই সহযোগিতা অব্যাহত রাখবে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply