চট্টগ্রাম নগর আওয়ামী লীগের অন্তর্কোন্দল চরমে

|

গত ১৭ নভেম্বর এক পক্ষকে বাদ দিয়ে ইউনিট সম্মেলন আয়োজন করায় বিক্ষোভ মিছিল করে অন্য পক্ষ। সংগৃহীত ছবি।

ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের সম্মেলন নিয়ে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের দুই গ্রুপের অন্তর্কোন্দল চরমে। কেন্দ্রের নির্দেশে ডিসেম্বরের মধ্যে ১২৯টি ইউনিট, ৪৩টি সাংগঠনিক ওয়ার্ড ও ১৪ থানার সম্মেলন শেষ হওয়ার কথা থাকলেও একপেশে কমিটি গড়ার অভিযোগে তা আর হচ্ছে না। যে বিচার গড়িয়েছে কেন্দ্র পর্যন্ত।

চট্টগ্রাম আওয়ামী লীগের অন্তর্কোন্দল মীমাংসা করতে রোববার (১৬ জানুয়ারি) ঢাকায় আলোচনায় বসবেন কেন্দ্রীয় নেতারা।

গত দুমাস ধরে চলছে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ইউনিট কমিটি গঠন প্রক্রিয়া। ১২৯টি ইউনিটের মধ্যে ৯৩টিতেই শেষ হয়েছে কমিটি গোছানোর কাজ। তবে কমিটি নিয়েই নওফেল ও নাছির অনুসারীদের দ্বন্দ্ব এখন চরমে। উত্তর হালিশহর ও বাগমণিরাম ওয়ার্ডসহ ৯৩টি ইউনিট কমিটিতে
পদে না রাখার অভিযোগ নওফেল অনুসারীদের।

কেন্দ্রে অভিযোগের প্রেক্ষিতে স্থগিত করা হয় ওয়ার্ড সম্মেলন। নিয়মিত সম্মেলন না হওয়ায় আহ্বায়ক কমিটি দিয়ে চলছে নগর আওয়ামী লীগের বেশিরভাগ ওয়ার্ড ও থানা কমিটি।

এদিকে, দলীয় সভা সমাবেশে দেয়া বক্তব্যেও এখন ফুটে উঠছে নগর আওয়ামী লীগের কোন্দলের চিত্র।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply