অর্ধেক আসন ফাঁকা রেখে চলছে ট্রেন

|

করোনা সংক্রমণ মোকাবেলায় আসনসংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করছে ট্রেন। অন্যদিকে, বাসে চালু হয়েছে সিটিং সার্ভিস।

শনিবার (১৫ জানুয়ারি) সকাল থেকে অর্ধেক আসন ফাঁকা রেখেই কমলাপুর স্টেশন থেকে ছেড়ে গেছে বেশ কয়েকটি ট্রেন। ট্রেনের ৫০ শতাংশ আসনের ২৫ শতাংশ অনলাইনে এবং ২৫ শতাংশ টিকিট কাউন্টারে দেয়া হচ্ছে। যাত্রীদের মাস্ক ছাড়া স্টেশনে প্রবেশের ক্ষেত্রে রয়েছে কড়াকড়ি।

যাত্রীদের অভিযোগ, কালোবাজারিদের কারণে টিকিট পাচ্ছেন না তারা। বলেন, অনলাইনে টিকিট দেয়া শুরু পর পরই সব শেষ হয়ে যাচ্ছে। এ কারণে টিকিট সংগ্রহ করতে গিয়ে পড়তে হচ্ছে বিড়ম্বনায়।

গত মঙ্গলবার রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে আসন ফাঁকা রেখে চলাচলের বিষয়টি জানানো হয়। এর আগে সরকার দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি রোধে ১১টি বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। সে অনুযায়ী আজ থেকে বাসে দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা হচ্ছে না। অফিস খোলার দিনে সিটিং সার্ভিস চালু রাখা হলে কর্মস্থলে যেতে সমস্যা হবে বলে মনে করছেন কেউ কেউ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply