নৌযানের নামের আগে ‘এম ভি’ লেখা থাকে কেন

|

ছবি: সংগৃহীত

যাতায়াতের জন্য আমরা তিন ধরনের পথ ব্যবহার করে থাকি। স্থলপথ, জলপথ এবং আকাশপথ। এসব পথে চলার জন্য যানবাহনও থাকে। তেমনি জলপথে চলাচলের জন্য নৌযান থাকে। লঞ্চ, জাহাজ বা স্টিমারে চলাচল নিশ্চয় করেছেন। চলার পথে হয়তো খেয়ালও করেছেন, নৌযানের নামের আগে এম.ভি লেখা থাকে।

অনেকেরই এই লেখাটি কেন লেখা হয় তা জানার খুব আগ্রহও থাকে। চলুন তবে জেনে নেয়া যাক কেন নৌযানের আগে এম.ভি লেখা থাকে-

এম ভি এর মানে হচ্ছে ‘মোটর ভেসেল’। এর মানে বোঝায়, জলযানটি মোটর তথা ইঞ্জিন চালিত। সাধারণত ইঞ্জিন চালিত জলযানের নামের আগে এমভি লেখা হয়। খেয়াল করলে দেখবেন যে, ইঞ্জিন ছাড়া কোনো নৌযানেই এম ভি লেখা থাকে না। সাধারণত দূরের পথে যাত্রার জন্য এইসব নৌযান ব্যবহার করা হয়। তাছাড়াও এসব নৌযানে ভারী মালামাল বহন করা যায়। যা সাধারণ নৌযানে বহন করা সম্ভব হয় না।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply