তিন দশক ধরে অব্যবহৃত জামালপুরের সেতুটি

|

তিন দশক আগে নির্মিত হয়েছে সেতুটি অথচ সংযোগ সড়ক নেই এখনও। তাই কখনও কাজে আসেনি সেটি। দুর্ভোগে জামালপুর জেলার ইসলামপুর ইউনিয়নের অন্তত দশটি গ্রামের মানুষ। ব্রিজের বিষয়ে তথ্য নেই এলজিইডি অফিসে। ঘটনা জানার পর কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন, উপজেলা থেকে প্রস্তাব পেলে এ বিষয়ে পদক্ষেপ নেয়ার।

ইসলামপুরের গাইবান্ধা ইউনিয়নের মালপাড়া এলাকা। ৫০ ফুট দৈর্ঘ্যর ব্রিজটি নির্মাণের পর পেরিয়েছে ৩ দশক। অথচ দুপাশে সংযোগ সড়ক নেই এখনও। স্থানীয়রা বলছেন, ব্রিজটি বাস্তবে কখনও কাজে আসেনি। শুকনো মৌসুমে খালে পানি না থাকায় হেটে চলাচল করা গেলেও বর্ষায় উপায় নেই। ঘুরতে হয় কয়েক কিলোমিটার পথ। দুর্ভোগে মালপাড়া, ডাকপাড়া, নাপিতেরচরসহ অন্তত ১০ গ্রামের মানুষ।

সংযোগ সড়কের বিষয়টি জনপ্রতিনিধিদের দফায় দফায় জানিয়েছেন এলাকাবাসী। হচ্ছে, হবে এমন আশ্বাস মিলেছে প্রতিবারই। তবে বাস্তবায়ন হয়নি।

জামালপুর এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী রমজান আলী বললেন, সেতুটির বিষয়ে কোনো তথ্য নেই তাদের কাছে। রাস্তাটিও অন্তর্ভুক্ত নয়। তবে উপজেলা পরিষদ থেকে প্রস্তাব পেলে সড়ক নির্মাণের উদ্যোগ নেয়া হবে বলেও জানালেন তিনি।

সব জটিলতা কাটিয়ে দ্রুত সংযোগ সড়ক হবে, অবসান হবে ভোগান্তির, এমনটাই চাওয়া গাইবান্ধা ইউনিয়নবাসীর।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply