পদ্মা-যমুনায় নাব্য সংকট, বন্দরে ভিড়তে পারছে না জাহাজ

|

পদ্মা-যমুনায় নাব্য সংকটের কারণে সরাসরি বাঘাবাড়ি ও নগরবাড়ি বন্দরে ভিড়তে পারছে না তেল ও সারবোঝাই কার্গো জাহাজ। ফলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শতাধিক জাহাজ মানিকগঞ্জ ও রাজবাড়ি জেলার বিভিন্ন পয়েন্টে নোঙ্গর করে আছে। সময়মতো এসব পণ্য বন্দরে না পৌঁছালে সার ও জ্বালানি সংকট দেখা দিতে পারে উত্তরাঞ্চলে।

জ্বালানি তেল ও সারবোঝাই এসব জাহাজের গন্তব্য ছিল সিরাজগঞ্জের বাঘাবাড়ি ও পাবনার নগরবাড়ি বন্দর। কিন্তু নৌপথে নাব্য সংকটে আটকা পড়েছে মানিকগঞ্জের অন্বয়পুর এলাকায়। শুষ্ক মৌসুমে পণ্যবাহী জাহাজ নৌবন্দরে যেতে যেখানে ১০ থেকে ১২ ফুট পানির প্রয়োজন সেখানে গভীরতা আছে মাত্র ৭ ফুট।

জাহাজ সরাসরি বন্দরে ভিড়তে না পারায়, স্থানীয় শ্রমিকদের সহায়তায় খালাস করে ছোট নৌযানে পৌঁছে দেয়া হচ্ছে পণ্য। এতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। সাথে নানা হয়রানি আর দুর্ভোগ তো আছেই।

আরিচা থেকে বাঘাবাড়ি বন্দর পযর্ন্ত ৫০ কিলোমিটার নৌপথের সবচেয়ে বেশি নাব্য সংকট মোল্লার চর, পেঁচাকোলা ও মোহনগঞ্জ অংশে। বিআইডব্লিউটিএ ড্রেজিং ইউনিটের উপ-সহকারী প্রকৌশলী মাসুদুর রহমান জানিয়েছেন, সেখানে ইতোমধ্যে ড্রেজিং শুরু করেছেন তারা।

বিআডব্লিউটিএ জানিয়েছে, ড্রাফটসীমার অতিরিক্ত মালামাল বহন করার কারণেই জাহাজগুলো বন্দরে ভিড়তে পারছে না।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply