যে ক্যাফেতে মিলবে পাখির সঙ্গ

|

মাত্র ১০ ডলারে সময় কাটানোর যাবে শতাধিক পাখির সাথে। তবে চিড়িয়াখানার মতো ছোট ছোট খাঁচায় নয়, পাখিগুলো রয়েছে ক্যাফের ভেতর। যে ক্যাফেতে প্রবেশ করলেই মিলবে পাখির সাথে ঘনিষ্ঠ সময় কাটানোর সুযোগ। ক্যাফের বাগানে রয়েছে হাঁস-মুরগিও। এমনই এক ব্যতিক্রমী ক্যাফে বানানো হয়েছে থাইল্যান্ডে।

চারপাশে নানা জাতের পাখি; যেন কোনো পাখির রাজ্য। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পাখিপ্রেমীদের জন্য গড়ে উঠেছে এমন এক ক্যাফে। চাইলেই ইচ্ছেমতো সময় কাটানো যাবে পাখির সাথে।

পাখিগুলো দেখা যাবে একেবার কাছ থেকে। চাইলে পাখিগুলো ধরা যাবে, ছোঁয়াও যাবে। ক্যাফে মালিক থানাক্রেত সুনত্রোনকাল্লাপাকিত বলেন, এই ক্যাফেতে প্রায় ১১০ প্রজাতির পাখি রয়েছে। তাদের বাগানে হাঁস-মুরগিও রয়েছে। এখানে পাখিদের সাথে ঘনিষ্ঠ সময় কাটানোর সুযোগ রয়েছে যে সুযোগ চিড়িয়াখানা কিংবা পাখির খামারে নেই।

পাখির এ রাজ্যে হারিয়ে যেতে গুনতে হবে ১০ ডলার। তবে একবার প্রবেশ করলে থাকা যাবে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ। এরইমাঝে পাখির সাথে সময় কাটাতে ক্যাফেতে আসতে শুরু করেছে দর্শনার্থীরা। পাখিগুলোর বন্ধুসুলভ আচরণ মুগ্ধ করেছে তাদের।

দর্শনার্থীরা বলছেন, আমি প্রথমে কিছুটা ভয় পেয়েছিলাম। কারণ আমার ধারণা ছিল, পাখিদের ধারালো ঠোঁট ও নখ রয়েছে। কিন্তু এখানকার পাখিগুলোকে আমার কাছে বন্ধুসুলভ মনে হয়েছে। এই পাখিগুলো আমার হাতে কোনো খাবার না থাকলেও কাছে আসছে যা সাধারণত অন্য পাখির ক্ষেত্রে দেখা যায় না।

মালিকরা বলছেন, তাদের দীর্ঘ তিন বছরের পরিশ্রমের ফসল এ ক্যাফে। তারা এর নাম দিয়েছেন ‘হ্যাপি বার্ডস ডে’।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply