করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশসহ ১৫৩ দেশের ট্রানজিট বাতিল করলো হংকং

|

ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ ১৫৩টি দেশের যাত্রীদের ট্রানজিট বাতিল করেছে হংকং। করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণ ও সম্প্রতি ঘোষিত কোভিড বিধিমালায় আরোপিত নতুন ব্যবস্থার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। খবর আল জাজিরার।

শুক্রবার (১৪ জানুয়ারি) এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানায় হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ।

হংকংয়ের ট্রানজিট বাতিলের তালিকায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, কানাডা, জার্মানি, আর্জেন্টিনা, ব্রাজিলের মতো দেশগুলো রয়েছে। তালিকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, তালিকায় থাকা দেশগুলো থেকে সমস্ত যাত্রীবাহী ফ্লাইটের হংকংয়ে অবতরণে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। এছাড়াও তালিকাভুক্ত দেশগুলোতে যারা গত ২১ দিনে অন্তত দুই ঘণ্টা অবস্থান করেছেন, হংকং ভূখণ্ডে তাদের ভ্রমণ সুবিধা সীমাবদ্ধ করা হবে। স্থগিত করা হবে এসব দেশ থেকে যাত্রী স্থানান্তর ও অন্যান্য ট্রানজিট পরিষেবাগুলো।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply