পাবনায় ফের ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন, ইউপি সচিবদের কাছে টাকা দাবি

|

পাবনা প্রতিনিধি:

পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈকত ইসলামের ব্যবহৃত সরকারি মোবাইল নম্বর আবারও ক্লোন করা হয়েছে। এবার টাকা চাওয়া হয়েছে ইউনিয়ন পরিষদের সচিবদের কাছে।

শুক্রবার (১৪ জানুয়ারী) একটি অসাধু চক্র ইউএনও’র সরকারি মোবাইল নম্বার ক্লোন করে বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিবের কাছে ফোন করে টাকা দাবি করে। এর মধ্যে উপজেলার গুনাইগাছা ও ছাইকোলা ইউনিয়ন পরিষদের সচিবের কাছে ফোন করে চক্রটি টাকা চাইলে বিষয়টি জানাজানি হয়। পরে ঘটনাটি ইউএনও’কে জানানো হয়।

এর আগে আরও দুইবার ইউএনও’র সরকারি মোবাইল নম্বর ক্লোন করা হয়েছিল। সে সময় ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন জায়গায় ফোন করে টাকা দাবি করেছিল একটি অসাধু চক্র।

আরও পড়ুন: ফেনীতে ব্যবসায়ীর ১৫ লাখ টাকা ছিনতাই, অভিযানে আটক ৭

এ বিষয়ে ইউএনও মো. সৈকত ইসলাম বলেন, শুক্রবার আমার মোবাইল নম্বর ক্লোন করে ইউনিয়ন পরিষদের সচিবদের কাছে টাকা চাওয়া হয়েছে। অবশ্য বিষয়টি দ্রুত জানা সম্ভব হয়েছে। সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply