টেস্ট ক্রিকেটের ইতিহাসে বিরল নজির গড়লো ভারত

|

ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেটের ১০০ বছরেরও বেশি সময়ের ইতিহাসে এই বিরলতম ঘটনার নজির গড়লো ভিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল। টেস্ট ক্রিকেটে দুই ইনিংস মিলিয়ে এর আগে কোনো দলের ২০টি উইকেট ক্যাচ আউট হয়নি। যা ঘটেছে কেপ টাউনের নিউল্যান্ডসে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের শেষ টেস্টে ভারতীয় দল দুই ইনিংস মিলিয়ে তাদের ২০টি উইকেটের সবকয়টি হারিয়েছে ক্যাচ আউটের মাধ্যমে। এছাড়া আর অন্য কোনো আউটের পদ্ধতিতে ভারতীয় ব্যাটারদের প্যাভিলিয়নে ফেরাতে পারেননি প্রোটিয়া বোলাররা।

প্রসঙ্গত, শেষ টেস্টের প্রথম ইনিংসে ভারত ২২৩ রান করেছে। যার জবাবে দক্ষিণ আফ্রিকা ২১০ রানে অলআউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ভারত ১৯৮ রানে অলআউট হয়ে যায়। ফলে প্রোটিয়াদের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা রয়েছে ২১২ রানে। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় প্রোটিয়ারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply