কুয়েট শিক্ষক সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় ৪৪ ছাত্রকে শোকজ

|

ছবি: সংগৃহীত

খুলনা ব্যুরো:

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশে শিক্ষকের সাথে অসদাচরণের অভিযোগে ৪৪ ছাত্রকে শোকজ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে ৪৪ ছাত্রকে ডাকযোগে ও মেইলে শোকজের চিঠি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কুয়েটের জনসংযোগ ও তথ্য শাখার মুখপাত্র রবিউল ইসলাম সোহাগ।

তিনি জানান, ৪৪ জন ছাত্রের মধ্যে সাময়িক বহিষ্কৃত ছাত্রলীগ কুয়েট শাখার সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজানসহ নয় ছাত্রলীগ নেতাকর্মীও রয়েছেন। আগামী ৩ জানুয়ারির মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। শোকজের জবাব পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটি প্রতিবেদন পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
আরও পড়ুন: পিরোজপুরে যুবলীগ কর্মীর হাত কেটে নিলো প্রতিপক্ষরা
গত ২৮ ডিসেম্বর শিক্ষক সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি উপাচার্যের কাছে ৪৮ পাতার তদন্ত প্রতিবেদন জমা দেয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply