পুঁজিবাজারে প্রথমবারের মতো তালিকাভূক্ত হলো ইসলামী শরীয়াভিত্তিক বন্ড

|

ছবি: সংগৃহীত।

বহুল আলোচিত বেক্সিমকো গ্রীণ সুকুক বন্ডের লেনদেন শুরু হয়েছে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে। এদিন সকালে আনুষ্ঠানিকভাবে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কার্যক্রম শুরু হয়। এটি দেশের প্রথম ইসলামী শরীয়াভিত্তিক বন্ড, যা পুঁজিবাজারে তালিকাভুক্ত হলো।

এ বন্ডের তালিকাভুক্তি উপলক্ষে ডিএসইর পক্ষ থেকে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, সুকুকে বিনিয়োগ করলে গ্রাহকেরা ৯ শতাংশের বেশি মুনাফা পাবেন। যা ব্যাংকের চেয়ে বেশি।

তবে এ বিষয়ে বিনিয়োগকারীদের কাছে ভালোভাবে তুলে ধরা যায়নি। কিন্তু সাড়া মিলেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে।

পরিপক্ক পুঁজিবাজার গড়তে স্টকের পাশাপাশি বন্ড মার্কেট সম্প্রসারণের আহ্বান জানান সালমান এফ রহমান। তিনি আরও বলেন, বাজার স্থিতিশীল রাখতে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং মিউচুয়াল ফান্ডের অংশগ্রহণ বাড়াতে হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply