বৈশ্বিক অর্থনীতি নিয়ে সতর্কবার্তা দিলো বিশ্ব ব্যাংক

|

ছবি: সংগৃহীত।

‘সুস্পষ্ট নিম্নমুখিতা’র দিকে এগোচ্ছে বৈশ্বিক অর্থনীতি। মঙ্গলবার (১২ জানুয়ারি) বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস দেন এই সতর্কবার্তা।

গত বছরও বৈশ্বিক প্রবৃদ্ধি ছিলো ৫ দশমিক ৫ শতাংশ। বিশ্বব্যাংকের সবশেষ পূর্বাভাস অনুযায়ী, এ বছর প্রবৃদ্ধি কমে দাঁড়াবে ৪.১ শতাংশে। বছরের দ্বিতীয় প্রান্তিকে কিছুটা বাড়তে পারে প্রবৃদ্ধি, তবে তা যা সন্তোষজনক নয়। এর পেছনে করোনার নিত্যনতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ, মূল্যস্ফীতি তিনগুণ বৃদ্ধি, সরকারগুলোর ঘাড়ে ঋণের বোঝা এবং আয়ের চরম বৈষম্যকে দায়ী করছে বিশ্ব ব্যাংক।

বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ম্যালপাস বলেন, সবচেয়ে বড় উদ্বেগ হলো বিশ্বব্যাপী বৈষম্য বৃদ্ধি। তিনি জানান, মূল্যস্ফীতির বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্থ দরিদ্র দেশগুলো। নিরাপত্তাহীনতার কারণে দুর্বল দেশগুলোর অবস্থা খারাপ থেকে আরও খারাপ হচ্ছে।

বিশ্বব্যাংক বলছে, ২০২৩ সালের মধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং জাপানের মতো উন্নত অর্থনীতির দেশগুলো মহামারির ক্ষতি পুষিয়ে নিতে পারে। তবে, উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোয় মহামারি শুরুর আগের তুলনায় প্রবৃদ্ধি ৪ শতাংশ কম থাকবে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply