নবজাতককে আবর্জনার স্তুপে ফেললেন মা!

|

ছবি: সংগৃহীত

নবজাতককে আবর্জনার স্তুপে ফেললেন ১৮ বছর বয়সী এক মা। নিউ মেক্সিকোর এই ঘটনা ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য।

টেক্সাস সীমান্তবর্তী এলাকায় খাবারের সন্ধানে আবর্জনা খুঁজছিল একদল মানুষ। এ সময়, প্যাকেটে প্যাচানো অবস্থায় কিছু নড়তে দেখেন তারা; শুনতে পান ক্ষীণ শব্দ। প্যাকেটটি খুলে দেখেন এক নবজাতক। সাথে-সাথেই পুলিশ ও স্থানীয় প্রশাসনকে জানান তারা।

কর্তৃপক্ষ জানায়, জন্মের পর ৬ ঘণ্টার মতো আবর্জনায় ছিল শিশুটি। এ ঘটনার পর, অঞ্চলটিতে সিসিটিভি পর্যবেক্ষণ করে শনাক্ত হন মা। তাকে রাখা হয়েছে পুলিশি হেফাজতে। অ্যালেক্সিস অ্যাভিলা নামের ঐ তরুণী জানান, সন্তান জন্মদানের আগের দিন পর্যন্ত অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি তিনি জানতেন না। শিশুটিকে প্রসব করা হয় বাথরুমে। জন্মের পর সন্তানের ভরণপোষণেও তিনি ইচ্ছুক নন।

১০ হাজার ডলার জরিমানা দিয়ে পুলিশি হেফাজত থেকে মুক্তি পান অ্যালেক্সিস অ্যাভিলা। লিয়া কাউন্টি কোর্টে গিয়ে পরবর্তীতে হাজিরা দিতে হবে তাকে। হবস পুলিশ ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত প্রধান অগাস্ট ফন্স জানান, এমন কেস তিনি আগে পাননি। তিনি বলেন, নবজাতককে নিয়ে এ ধরনের সমস্যায় পড়লে প্রধান করণীয় হচ্ছে এ থেকে উদ্ধার করতে পারে এমন কোনো ব্যক্তিকে খুঁজে বের করতে হবে। না হলে আমাদের জানান। সাহায্য করার সুযোগ দিন আমাদের।

আরও পড়ুন: প্রেমে প্রত্যাখ্যাত হওয়ায় বিবাহিত নারীকে জীবন্ত পুড়িয়ে হত্যা


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply