ভারতে একদিনে করোনা শনাক্ত প্রায় ২ লাখ!

|

ছবি: সংগৃহীত

ভারতে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ। একদিনেই দেশটিতে প্রায় ২ লাখ মানুষ হয়েছেন করোনা শনাক্ত।

গেল ২৪ ঘণ্টায় ভারতে নতুন শনাক্ত হয়েছেন ১ লাখ ৯৪ হাজারের বেশি মানুষ। গত সোমবারের (১০ জানুয়ারি) তুলনায় এই সংক্রমণের হার ১৭ শতাংশেরও বেশি। এদিন দেশজুড়ে প্রাণ হারিয়েছেন আরও ৪৪২ জন। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, দিল্লি, কর্ণাটক, তামিলনাড়ুসহ বেশ কয়েকটি রাজ্য। মঙ্গলবারও (১১ জানুয়ারি) সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে। এদিন ৩৪ হাজারের বেশি মানুষের শরীরে ধরা পড়ে এই ভাইরাস।

আরও পড়ুন: ট্রাম্পকে হত্যার হুমকিদাতা সেই বৃদ্ধ গ্রেফতার

এদিকে, ২১ হাজার নতুন শনাক্ত হওয়ায় সক্রিয় রোগীর সংখ্যা ১ লাখ ছাড়ালো পশ্চিমবঙ্গে। দেশজুড়ে তড়িৎ গতিতে বাড়ছে ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যাও। ৪ হাজার ৮’শ ছাড়িয়েছে এ ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা। সংক্রমণ রুখতে আবারও বিধিনিষেধ আরোপ ও রাত্রিকালীন কারফিউ জারি করেছে রাজ্যগুলো। আন্তর্জাতিক যাত্রীদের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে ৭ দিনের কোয়ারেনটাইন।

আরও পড়ুন: প্রথমবারের মতো সৌদিতে যৌন হয়রানির অপরাধীর নাম জনসম্মুখে প্রকাশ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply